শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ০৪ নভেম্বর ২০২৩ ১৭ : ০৬Pallabi Ghosh
আবু হায়াত বিশ্বাস, দিল্লি: ছত্তিশগড়ে ভোটের আগে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহাদেব বেটিং অ্যাপের প্রমোটারের থেকে নাকি কংগ্রেসের নির্বাচনী খরচ মেটাতে ৫০৮ কোটি টাকা নিয়েছেন বাঘেল। এমনই অভিযোগ তুলেছে ইডি। বিষয়টি নিয়ে ভোটের মুখে ময়দানে নেমে পড়েছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসও শনিবার পাল্টা নিশানা করেছে বিজেপিকে। বাঘেলের ভাবমূর্তি নষ্ট করতেই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে বলে দাবি তাদের। দলের অভিযোগ, ভোটের কয়েক দিন আগে ‘জনপ্রিয়’ মুখ্যমন্ত্রীর বদনাম করতেই ‘ষড়যন্ত্র’ করেছে বিজেপি ও তাদের সহযোগী ইডি। ছত্তিশগড়ের মানুষ ভোটের বাক্সে তাদের যোগ্য জবাব দেবে বলে দাবি করছেন কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রী বাঘেলের বক্তব্য, ‘বিজেপি ইডি, আয়কর বিভাগ, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভোটে লড়তে চাইছে। ভোটের আগে আমার ভাবমূর্তি নষ্ট করতে জঘন্যতম অভিযোগ করছে।’
এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কংগ্রেস নেতা তথা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে আক্রমণ করে বলেন, ‘ক্ষমতায় বসে সাট্টা খেলা হচ্ছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার বেটিং অ্যাপ কান্ডে হিন্দুত্ব খুঁজে পেয়েছেন। দলের এক জনসভায় মোদি বলেছেন, ‘ছত্তিশগড়ের কংগ্রেস সরকার আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ে না। এমনকী মহাদেবের নামকেও ছাড়ে না।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, দুর্নীতি নিয়ে কংগ্রেসকে নিশানা করার পাশাপাশি ‘মহাদেব’-কে ব্যবহার করার অভিযোগ তুলে হিন্দুত্বের অস্ত্রেও শান দিতে চাইছেন মোদি। এমনিতেই বাঘেল সরকারের বিরুদ্ধে বড় কোনও ইস্যু করতে পারেনি ভোটে। শেষ মুহূর্তে ইডির অভিযোগকে ঘিরে ভোট ময়দানে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। এদিন কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল এবং অভিষেক মনু সিংভি। কে সি অভিযোগ করেন, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে কেন্দ্রের শাসক দল ইডি এবং আয়কর বিভাগকে হাতিয়ার করছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময়ও একইভাবে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হয়েছিল। সেই সময়ও ইডি ও আয়কর বিভাগ একশোর বেশি কংগ্রেস প্রার্থীর বাড়িতে অভিযান চালিয়েছিল। ফল কী হয়েছে, তা সবার জানা। কংগ্রেস সরকার গড়ে ১৩৬ আসন পেয়ে। ছত্তিশগড়েও হারবে বিজেপি।
কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনুসিংভি দাবি করেন, ‘সকলেই জানেন ছত্তিশগড়ে বিজেপি পরাজয়ের দিকে এগিয়ে চলেছে। একইসঙ্গে বিজেপি-ইডির সমঝোতাও।’ তিনি জানান, ছত্তিশগড় পুলিশ অনলাইন জুয়ার তদন্তে নেমেছে দেড় বছর আগে। মহাদেব অ্যাপ তদন্ত শুরু করে ছত্তিশগড় পুলিশ ৪৪৯ জনকে গ্রেপ্তার করে। ১৯১ টি ল্যাপটপ, ৮৬৫ মোবাইল, ২০০ র বেশি এটিএম কার্ড, দেড় কোটির বেশি সম্পদ, নগদ ৪১ লক্ষ নগদ উদ্ধার করে। এখন দেড় বছর পর, ঠিক ভোটের মুখে মোদি সরকারের নির্দেশে ইডি এই মামলায় ঝাঁপিয়ে পড়েছে! এতদিন কেন চুপ ছিল ইডি?’ এদিকে, মোদির বক্তব্যের পাল্টা দিয়েছেন বাঘেল। তাঁর প্রশ্ন, দুবাইয়ের লোকদের সঙ্গে আপনার কী সম্পর্ক? কী চুক্তি হয়েছে? যদি কোনও চুক্তি না হয়ে থাকে, তাহলে মহাদেব অ্যাপকে কেন নিষিদ্ধ করেননি? কেন লুক আউট নোটিশ জারির পরেও তাঁদের গ্রেপ্তার হয়নি একজনও? ’
নানান খবর

নানান খবর

পাহেলগাঁও হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ভারতের পক্ষ থেকে সমস্ত আমদানিতে নিষেধাজ্ঞা জারি

'আর্বান নকশাল' থেকে 'ঐতিহাসিক সিদ্ধান্ত': জাতি গণনার ঘোষণায় বিজেপি নেতাদের 'ইউ-টার্ন' চোখে পড়ার মতো

গোয়ার মন্দিরে পদপিষ্টের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য, জানলে ভিরমি খাবেন আপনিও

কেউ সাহায্য করেনি, প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির পর গুরুতর অভিযোগ তুললেন তরুণী

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত অন্তত ছয়, আহত পঞ্চাশের বেশি

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা